ডায়াবেটিস Diabetes mellitus হচ্ছে এমন একটি অবস্থা যাতে পরম বা আপেক্ষিক ইনস্যুলিনের অভাবজনিত কারণে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এই রোগে রক্ত থেকে গ্লুকোজ টিস্যুতে কম যায় ফলে রক্তে গ্লুকোজের আধিক্য দেখা দেয়। রক্তের গ্লুকোজের মাত্রা যখন কিডনির গ্লুকোজ ধরে রাখার মাত্রার বেশি হয় তখন প্রস্রাবের সাথে গ্লুকোজ বের হতে থাকে। আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে একে মধুমেহ বলা হয় । # কারণঃ যদিও এ রোগের মূল কারণ অজ্ঞাত তবে এটা মোটামুটি নিশ্চিত যে জেনেটিক কারণের সাথে পরিবেশগত কারণের একটা সংমিশ্রণের ফলেই এই রোগটি হয়ে থাকে। * যাদের পিতা মাতা বা পিতৃকুল বা মাতৃকুলে এই রোগ আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি । * খারাপ খাদ্যাভাস। * খারাপ জীবনযাত্রা প্রণালী * গর্ভাবস্থা প্রভৃতি কারণে মূলত এটি বেশি হয়ে থাকে # লক্ষণঃ * বার বার অধিক পরিমানে প্রস্রাব করা। * অধিক পরিমাণে পিপাসা লাগা। * খাবারে বেশি আগ্রহ । * অসারতা , দেহ দূর্বল হয়ে যাওয়া। * মাংসপেশী শুকিয়ে যাওয়া। * দেহের ওজন কমে যাওয়া। * নানারকম জীবাণুর সংক্রমণ বেশি হওয়া । # ব্যাবস্থাপনাঃ ডায়াবেটিস নিরাময় যোগ্য রোগ নয়, এটি নিয়ন্ত্রণ যোগ্য একটি রোগ। তাই একবা...